ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উছমানপুর ইউনিয়নের পীরপুর গ্রামে আর্মি সদস্য সাইফুল ইসলাম মোহন(৪০) ও তার ভাই তসলিম মিয়া(৩৫) এর বিরুদ্ধে রহিমা বেগম(৬০) নামে এক বিধবা বৃদ্ধা মহিলাকে হুমকি দেওয়া ও অত্যাচার করার অভিযোগ উঠেছে।
সাইফুল ইসলাম কুমিল্লা ক্যান্টনম্যন্টের সার্জেন্ট পদে কর্মরত আছেন।বর্তমানে ছুটিতে এসে নানা ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানায়, সার্জেন্ট সাইফুল ইসলাম তার আর্মির ক্ষমতার প্রভাব দেখিয়ে পাশের বাড়ির বৃদ্ধা রহিমার ঘরের সামনে চলাচলের রাস্তায় প্রায় দেড় ফুট উচু করে বাড়ির সীমানা দিয়েছেন।যেখানে বাচ্চা বয়স্ক সবাই হোচট খেয়ে আহত হচ্ছে।২১ জুন এ সীমানায় হোছট খেয়ে বৃদ্ধা রহিমা আহত হয়ে সীমানা মাটির সমান করে দিতে বললে ঐ সেনা সদস্য হুমকি দিয়ে বলেন, সীমানায় হাত দিলে জায়গা মত তুলে নিয়ে যাবো।
_