কুলিয়ারচর প্রতিনিধি:
প্রতিবন্ধীরা বোঝা নয়,তারাও সুস্থ ভাবে বাচঁবে এ কথা ব্যক্ত করেছেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার। “তাদের হাসি আমাদের শক্তি, তাদের স্বপ্ন আমাদের লক্ষ্য ” এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে “কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা” র আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা ব্যক্ত করে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে প্রতিবন্ধীরা সুস্থ স্বভাবিক ভাবে বাচঁতে পারে।
২১ জুলাই দুপুর ১২ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো:হেলাল উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম ও মো:সবুজ মিয়া, উপজেলা ছাত্রদের প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ তুহিন,সাংগঠনিক সম্পাদক মো:কামরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও তাদের অভিভাবক বর্গ গণ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।