ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
১২ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এই দিবস পালন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। উপজেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ব্যাগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থা’র সভাপতি মোহাম্মদ মুছা, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত সফল নারী উদ্দ্যোক্তা ফারজানা আক্তার, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম,
সাংবাদিক আলি হায়দার সহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত আত্মকর্মী ও উদ্দ্যোক্তা বৃন্দ গণ প্রমুখ ।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি শুরু করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে এসে শেষ হয়।